মোংলা বন্দর বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দরগুলোর অন্যতম এবং সবচেয়ে পরিবেশবান্ধব বন্দর।এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এটা পশুর নদী ও মংলা নালার সংযোগস্থলে ও বঙ্গোপসাগরের প্রায় ৭১ নটিক্যাল মাইল উজানে  দেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। মোংলা বন্দর বঙ্গপোসাগর হতে  21 ° 26.9' অক্ষাংশে ও  89 ° 34.4' দ্রাঘিমাংশে তে অবস্থিত।  বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যা ইউনেস্কো কর্তৃক "ওয়ার্ল্ড হেরিটেজ" হিসেবে ১৯৭৭ সালে ঘোষণা করা হয়েছে। এই বনদ্বারা মোংলা বন্দর সুরক্ষিত। ১৯৫০ সালে এটি প্রতিষ্ঠা লাভ করে এবং চালনা বন্দর কর্তৃপক্ষ নামে একটি সরকারি অধিদপ্তর হিসাবে যাত্রা শুরু করে এবং মে ১৯৭৭ সালে, চালনা বন্দর কর্তৃপক্ষ নামক একটি স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে এবং পুনঃরায় ১৯৮৭ সালের মার্চ মাসে এটি নাম পরিবর্তনপূর্বক "মোংলা বন্দর কর্তৃপক্ষ” হিসেবে যাত্রা শুরু করে।