ঘুর্ণিঝড় ফণী এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় মোংলাপোর্ট পৌরসভার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কমিটির সিদ্ধান্ত মোতাবেক পৌর এলাকার ৯ টি ওর্য়াডে ২৫ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

ঘূর্নিঝড় ফণী-র পূর্ব প্রস্তুতি গ্রহনের জন্য পৌর সভার দূর্যোগ ব্যবস্থাপনার আওতায় চিহ্নিত আশ্রয় কেন্দ্রের তালিকাঃ

ক্রঃ নং    আশ্রয় কেন্দ্রের নাম    অবস্থান    মন্তব্য
০১    মাছমারা মিশনবাড়ী স্কুল    ০১নং ওয়ার্ড    
০২    হাজী পাড়া সাইক্লোন সেল্টার    ০১ নং ওয়ার্ড    
০৩    মাকঢ়ডোন প্রাইমারী স্কুল    ০১ নং ওয়ার্ড    
০৪    আরাজী মাকঢডোন সাইক্লোন সেল্টার    ০১ নং ওয়ার্ড    
০৫    টিএ ফারুক স্কুল এন্ড কলেজ    ০১ নং ওয়ার্ড    
০৬    আঃ হাই সরকারী প্রাথমিক বিদ্যালয়    ০১ নং ওয়ার্ড    
০৭    ইসলামী আদর্শ একাডেমী    ০২ নং ওয়ার্ড    
০৮    আলিয়া মাদ্রাসা সাইক্লোন সেল্টার    ০৩ নং ওয়ার্ড    
০৯    মোংলা বন্দর স্কুল এন্ড কলেজ    ০৪ নং ওয়ার্ড    
১০    কামার ডাঙ্গা ক্যাথলিক মিশন     ০৪ নং ওয়ার্ড    
১১    বুড়ির ডাঙ্গা প্রাইমারী স্কুল ও সাইক্লোন সেল্টার    ০৪ নং ওয়ার্ড    
১২    মালতী কলোনী প্রাথমিক বিদ্যালয়    ০৪ নং ওয়ার্ড    
১৩    পৌরসভা অডিটোরিয়াম    ০৫ নং ওয়ার্ড    
১৪    দিগন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়    ০৬ নং ওয়ার্ড    
১৫    সেন্ট পলস্্ উচ্চ বিদ্যালয়    ০৭ নং ওয়ার্ড    
১৬    মোংলা সরকারী কলেজ    ০৭ নং ওয়ার্ড    
১৭    বঙ্গবন্ধু মহিলা কলেজ    ০৭ নং ওয়ার্ড    
১৮    বটতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়- সাইক্লোন সেল্টার    ০৭ নং ওয়ার্ড    
১৯    খানজাহান আলী সঃ প্রাঃ বিদ্যালয়    ০৭ নং ওয়ার্ড    
২০    চার্জ অব বাংলাদেশ    ০৮ নং ওয়ার্ড    
২১    ডক শ্রমিক মাধ্যমিক বিদ্যালয়    ০৮ নং ওয়ার্ড    
২২    পোর্ট প্রাইমারী স্কুল এন্ড সাইক্লোন সেল্টার    ০৯ নং ওয়ার্ড    
২৩    ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়    ০৯ নং ওয়ার্ড    
২৪    চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়    ০৯ নং ওয়ার্ড    
২৫    ডক শ্রমিক পুরাতন হাসপাতাল    ০৯ নং ওয়ার্ড    

প্রতিটি আশ্রয় কেন্দ্রে পৌরসভার পক্ষ হতে আশ্রয় গ্রহনকারীদের শুকনা খাবার হিসাবে চিড়া, গুড়, পা-রুটি, রুটি, বিশুদ্ধ পানি, মোমবাতি, ম্যাচ-লাইট সরবরাহ করা হয়েছে। 

এছাড়া ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কমিটি গঠন করে আশ্রয়কেন্দ্রের আশ্রয় গ্রহন কারীদের সহযোগিতা করা হচ্ছে এবং জেনবহুল আশ্রয়কেন্দ্রে নিরাপত্তার জন্য পৌরসভার নিয়োগকৃত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। 

পৌরসভায় কন্টোল রুম খুলে সার্বক্ষনিক সর্তকতা মুলক প্রচারনা চালানো হচ্ছে এবং নিরাপদ আশ্রয়ে আসার জন্য ব্যাপক প্রচারনা চালানো হচ্ছে। ভলান্টিয়াররা প্রতিটি এলাকা হতে বৃদ্ধ, অসুস্থ ও প্রতিবন্ধীদের আনার কাজে সার্ব ক্ষনিক নিয়োজিত রয়েছে।

পৌরসভার কন্ট্রোল রুমে অমল কৃষ্ণ সাহা, সচিব, মোংলা পোর্ট পৌরসভা এবং মোঃ নিজাম উদ্দিন হিসাব রক্ষক, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আরিফ হোসেন, মোঃ হাসান, এস এম বাদল, আবু বকর সিদ্দিক সহ সংশ্লিষ্ট সকল কর্ম চারী সার্বপৌক্রষনিক দ্বায়িত্ব পালন করছেন।

কন্ট্রোল রুমের মোবাইল নংঃ ০১৭১৭ ৪৭৮৪৯৪, ০১৮২২ ৮৬০৭৫১, ০১৭১৫ ২৬৮০৪২,